ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাঙ্গাবালীতে চোলাই মদসহ আটক ২


প্রকাশ: ২০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাঙ্গাবালীতে চোলাই মদসহ আটক ২

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

গতকাল রোববার দুপুরে উপজেলার মৌডুবী ইউনিয়নের ইমপ্রেস কিন্ডারগার্ডেন স্কুল সংলগ্ন সড়ক থেকে দুই লিটার চোলাই মদসহ আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার মৌডুবী ইউনিয়নের রেজাউল হাওলাদারের ছেলে শামিম ও আশরাফ শিকদারের ছেলে হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত  একজন মাদক সেবনকারী। দীর্ঘদিন যাবৎ তার দিকে নজর রাখছে প্রশাসন। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী ফজলুর রহমান এর নেতৃত্বে ওই একালায় অভিযান চালায় এতে শামিম ও হাসানকে চোলাই মদসহ আটক করা হয়।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, শামিম ও হাসান কে দুই লিটার চোলাই মদসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


   আরও সংবাদ