প্রকাশ: ২৩ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
খুবি থেকে লোফাজ : কোভিড-১৯ পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বহুমুখী গবেষণার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) একটি স্বতন্ত্র ও আধুনিক আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬তম সভায় এই সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সভায় অনলাইনে থিসিস জমা দান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়ণে একাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেয়া হয়। ফলে বর্তমান অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে। এই সুবিধা করোনোত্তর কালেও বলবৎ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের নতুন কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার শুরুতে করোনা পরিস্থিতিকালীন এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর, সাবেক একজন উপাচার্য, একজন সিন্ডিকেট সদস্যসহ দেশের একজন মন্ত্রী, দুজন জাতীয় অধ্যাপক ও বিশিষ্টজন যারা মৃত্যুবরণ করেছেন তারাসহ সকলের স্মরণে এক শোকপ্রস্তাব গৃহীত হয়।
এদিকে, আজ দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব-এর বেদী সংলগ্ন এলাকায় তিনি একটি কাঠ গোলাপের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।