প্রকাশ: ২৭ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
 
            
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হয়ে স্বপন সাহা (৩৫) নামে এক মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি আত্মহত্যা করেছে।
স্বপন সাহা পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত নিমাই সাহার পুত্র। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৯টার দিকে পৌর শহরের উত্তর মাথা তার নিজ গ্যারেজে। কি কারণে তিনি আত্মহত্যা করেছে তার প্রকৃত রহস্য এখনও জানা যায়নি।
জানা যায়, স্বপন সাহা তার নিজের মোটরসাইকেল গ্যারেজে ঘটনার দিন সারাদিন মোটরসাইকেল মেরামতের কাজ করে। কিন্তু রাত ৮টার দিকে সে গ্যারেজের পিছন দিকে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময়ে গ্যারেজের সামনে দিয়ে লোকজন দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভিতরে আগুন জ্বলতে দেখে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। একপর্যায় তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কমীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষনা করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আগুনে স্বপনের পুরো শরীরের ৯০ভাগ পুড়ে যায়।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, তার লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।