ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

রাঙ্গাবালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ


প্রকাশ: ২৭ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


রাঙ্গাবালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

আজ সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেন, পটুয়াখালী-৪(কলাপাড়া,রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহিবুর রহমান (মুহিব) ও তার সহধর্মিণী ফাতেমা আক্তার রেখা।

এসময়ে আরো উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মো:মাশফাকুর রহমান।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ,রাঙ্গাবালী ইউনিয়নের চেয়ারম্যান, আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খাঁন, উপজেলা ছাত্রলীগ সভাপতি, মোঃকামরুজামান শিবলী , সেক্রেটারি,মো:আশিকুর রহমান উজ্জল প্রমুখ।
 
তারা দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করার পরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে একাধিক বৃক্ষ রোপন করেন।


   আরও সংবাদ