ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বেনাপোল সীমান্তে টায়ারের মধ্য থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার 


প্রকাশ: ২৮ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বেনাপোল সীমান্তে টায়ারের মধ্য থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার 

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় টায়ারের মধ্যে করে পাচারের সময় পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৭ জুলাই) রাতে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে ছোটআঁচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতরে করে অভিনব কায়দায় পাচার করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।


   আরও সংবাদ