ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক


প্রকাশ: ২৮ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : এক মাস পার না হতেই মণিরামপুরে আবারও বস্তাবন্দি ১৭৩ বোতন ফেনসিডিলসহ তবিবর রহমান অরফে তবিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের বান্দাখাল সংলগ্ন মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দু’জন হেলাঞ্চী গ্রামের আমীর আলী বিশ্বাসের ছেলে তবিবর রহমান তবি (৪৬) ও দীঘিরপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহিন হোসেন (৩৬)। 

মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ জানান, একটি সূত্র মারফত তবি ও শাহিন দীঘিরপাড় এলাকার দিক থেকে একটি বস্তা ভর্তি ফেনসিডিল হেলাঞ্চী গ্রামের বান্দাখাল নামক স্থানে বিক্রির জন্য এনে অবস্থান করছিলেন জানতে পেরে রাত সাড়ে ৮টার দিকে সহকারি পুলিশ সুপার মণিরামপুর সার্কেল সোয়ের আহম্মেদের নিদের্শে এসআই আশরাফুল ইসলাম, এএস আই আব্দুর রহমান ও শ্যামল কুমার ঘটনাস্থলে গিয়ে একটি বস্তাসহ তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে থানায় এনে বস্তাবন্দি অবস্থায় ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

মণিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এই ঘটনায় থানায় মাদক  আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে চালান দেয়া হয়েছে। 

তবে স্থানীয়দের দাবী, আটকের সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এমনকি ঘটনা স্থাল থেকে কৃষ্ণবাটি গ্রামের টোটন নামে এক যুবক পালিয়ে রক্ষা পেয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ জুন হেলাঞ্চী বাজার থেকে পুলিশ পাঁচ বোতল ফেনসিডিলসহ তবিরর রহমান তবিকে আটক করেন। এ ঘটনায় এসআই আশরাফুল আলম বাদি হয়ে তবিবর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে জেল হাজতে পাঠান। সম্প্রতি তবি ওই মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়ে পুনরায় এক মাস পর আবার আটক হলেন।


   আরও সংবাদ