ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

আব্দুল্লাহ ও আল-আমিনকে মনোনীত করে 'আলোর দিশা'র বশেমুরবিপ্রবি শাখার যাত্রা শুরু


প্রকাশ: ৩০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আব্দুল্লাহ ও আল-আমিনকে মনোনীত করে 'আলোর দিশা'র বশেমুরবিপ্রবি শাখার যাত্রা শুরু

বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : 'বিকশিত হওয়ার এইতো সময়' স্লোগান সামনে রেখে 'আলোর দিশা, বাংলাদেশ'র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

গতকাল বুধবার (২৯ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক রাসেল মুরাদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

উক্ত কমিটির অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মিরাজ মাহামুদ ও সাধারণ সম্পাদক তানভীর আহমাদ সিদ্দিকী।

বশেমুরবিপ্রবি শাখা কমিটির সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে আইটিআই বিভাগের শিক্ষার্থী আল-আমিন বিশ্বাসকে মনোনীত করা হয়। 

এছাড়া সহ-সভাপতি পদে কারিমুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক পদে এস.এম হাসান, সাংগঠনিক সম্পাদক পদে সাব্বির খান, অর্থ সম্পাদক পদে সাঈদুর রহমান সাঈদ, সহ-অর্থ সম্পাদক পদে তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে সজীব শেখ, দপ্তর সম্পাদক পদে রিফাত জামান, মিডিয়া ও ডকুমেন্টেশন পদে আনোয়ার হোসেন, শিক্ষাঋণ, আর্থিক সহায়তা ও বৃত্তি বিষয়ক সম্পাদক পদে দ্বীন ইসলাম, লাইব্রেরী বিষয়ক সম্পাদক পদে মহিবুল্লাহ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে সাদিয়া হক ঋতু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আবুল হাসনাত পিয়াল, প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে সাগর শিকদার, নারী বিষয়ক সম্পাদিকা পদে আশা হোসেন দৃষ্টি। 

উল্লেখ্য 'আলোর দিশা, বাংলাদেশে' শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সভা, সেমিনার, কর্মশালা, টিম ওয়ার্ক ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। 

শিক্ষার্থীদের বিনামূল্যে বই পড়ানো, আর্থিকভাবে পাশে দাঁড়ানো, দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।


   আরও সংবাদ