ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

চৌগাছায় মৃত্যুর ৩ দিন পর করোনা পজেটিভের রিপোর্ট পেল পরিবার


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


চৌগাছায় মৃত্যুর ৩ দিন পর করোনা পজেটিভের রিপোর্ট পেল পরিবার

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় আনিছুজ্জামান মোহন (৪৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যুর ৩ দিন পর তার করোনা রিপোর্ট পজেটিভ পেয়েছে পরিবার। আনিছুজ্জামানের বাড়ি চৌগাছা পৌরসভার বিশ্বাসপাড়ায়। তিনি চৌগাছা শহরে ফলের ব্যবসা করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তিনি জ্বর-সর্দি-কাশি নিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। ৩ আগস্ট তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। 

সেখানে বুধবারের পরীক্ষায় তার করোনা পজেটিভ হয়। এই রিপোর্ট বৃহস্পতিবার চৌগাছায় এসে পৌছে। এদিকে রিপোর্ট আসার আগেই ৪ আগস্ট মঙ্গলবার রাত ১২ টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।

তার করোনা পজেটিভ রিপোর্ট আসায় ওই বাড়ি লকডাউন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলেও জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি।


   আরও সংবাদ