ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ গ্রেফতার এক


প্রকাশ: ৮ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ গ্রেফতার এক

বেনাপোল থেকে আশানুর রহমান : বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ৫১ পিস মোবাইলসহ বাবু (২৫) নামে এক চোরাচালানীকে আটক করেছে। 

শুক্রবার রাত্রে বাবুুুকে সাদিপুর এলাকা থেকে  আটক করা হয়। বাবুর বাড়ি বেনাপোল পোট থানার বড়আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি আইসিপি সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মোবাইল চোরাচালানী ভারত থেকে বিপুল পরিমাণ মোবাইল এনে সাদিপুর অবস্থান করছে। এই সংবাদে ভিত্তিতে হাবিলদার হাবিব এর নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫১ টি ভারতীয় মোবাইল সহ চোরাকারবারী বাবুকে আটক করে।

তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


   আরও সংবাদ