ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ৯ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ কার্তিক বিশ্বাস (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (০৯ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার  বালুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক কার্তিক বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে। 

রঘুনাথপুর ক্যাম্প সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ফেন্সিডিলের চালান  নিয়ে বালুন্ডা দক্ষিণপাড়া রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাবে। 

এমন গোপন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার আশেক আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ কার্তিককে আটক করা হয়। 

আর আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


   আরও সংবাদ