ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুরের কৃষকের সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরের কৃষকের সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল আজিজ নামে এক প্রান্তিক কৃষকের দুই বিঘা জমির সবজি ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। 

গত শনিবার দিবাগ রাতের  কোন একসময় উপজেলার মুন্সিখানপুর গ্রামের  মাঠে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল আজিজ উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাদশা দিদারের ছেলে।

পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।রোববার  বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন কৃষক আজিজ।

আব্দুল আজিজ বলেন, চল্লিশ হাজার টাকায় দুই বিঘা জমি লীজ নিয়ে পটল ও কাকরোল চাষ করেছি। ইতিমধ্যে গাছে ফলন এসেছে। গাছের ডগায় ডগায় ঝুলছে পটল ও কাকরোল। শুক্রবার দিনভর ক্ষেতে কাজ করেছি। শনিবার আর ক্ষেতে যেতে পারিনি। 

রোববার ভোরে গিয়ে দেখি ক্ষেতের সব গাছ কাটা। এখন ভরা মৌসুম। সপ্তাহে পাঁচ-ছয় হাজার টাকার সবজি বিক্রি করা যায়। যা দিয়ে আমার সংসার চলে। এখন সব শেষ। 

তিনি বলেন, কারো সাথে আমার শত্রুতা নেই। আমার ক্ষেতে গ্রামের দুই নারী কাজ করেন। তাদের একজনকে প্রায়ই বিরক্ত করেন গ্রামের এক যুবক।

বিষয়টি জানতে পেরে আমি প্রতিবাদ করেছি। ফলে ক্ষিপ্ত হয়ে ওই যুবক একাজ করতে পারে বলে তিনি সন্দেহ করছেন। 

উপজেলার খানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে ওই ক্ষেতে গিয়েছি। এটি একটি জঘন্য কাজ ,মানুষের সাথে শত্রুতাথাকতেই পারে ,কিন্তু ফসলের সাথে একি শত্রুতা! কৃষক আব্দুল আজিজের অপূরণীয় ক্ষতি হয়েছে। 

মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন দেখে কৃষককে সহযোগিতা করা হবে।


   আরও সংবাদ