ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

মণিরামপুরে ফসল উৎপাদন প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


মণিরামপুরে ফসল উৎপাদন প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে কন্দাল ফসল উৎপাদন (মাদ্রাজী ওলকচু) প্রদর্শনীর উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মণিরামপুর, যশোর অফিসের তত্বাবধানে আজ উপজেলার শ্যামকূড় ইউনিয়নের ধলিগাতী গ্রামে আয়োজিত এ কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর এর উপ-পরিচালক ড. আখতারুজ্জামান। 

মণিরামপুর উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকারের সভাপতিত্বে এ কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল  উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান। 

অনুষ্ঠানে সফল কন্দাল (ওলকচু) চাষী মোজাহার আলী, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি অফিসার তবিবুর রহমান, জ্যোতি প্রসাদ ঘোষ, নুর ইসলামসহ স্থানীয় কন্দাল ফসল উৎপাদনকারী কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ