ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জবি ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ শাহীনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন


প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জবি ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ শাহীনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জবি প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ্ শাহীনের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় যুবলীগ নেতা জুনায়েদ মিয়া, মাইদুল ইসলাম, আতাউর রহমান এবং ছাত্রলীগ কর্মী কামরুল ইসলাম লিটু, আমিনুল ইসলাম রিজেন, জাকারিয়া, হৃদয়, আব্বাস, আাতউল গণি প্রমুখ কর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ শাহীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব বর্ষের অঙ্গীকার- "৩টি করে গাছ লাগান, পরিবেশ বাচাঁন" এই স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্যের আহ্বানে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। 

এরই ধারাবাহিকতায় জবি ছাত্রলীগ থেকে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।


   আরও সংবাদ