ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা


প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ২১:১৬ অপরাহ্ন


রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : দীর্ঘ শিক্ষকতার জীবন সফলতার সাথে সম্পন্ন করে  অবসরে গেলেন মণিরামপুরের ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলম। 

গত মঙ্গলবার (৬ অক্টোবর) এই গুনীজন শিক্ষক নওশের আলমকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিায় সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক নওশের আলম, রাজগঞ্জ প্রেসকাবের সভাপতি এস.এম রবিউল ইসলাম রবি, ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার আব্দুর রশিদ মুকুল, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, শ্যামল কুমার বিশ্বাস, আফসানা শারমিন, মাসুদ কামাল, উত্তম কুমার পাল, মার্জিয়া খাতুন, আব্দুল মজিদ, হাবিবুর রহমান, কামরুজ্জামান,মোহাম্মাদ আলী,কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামসহ স্কুলের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।


   আরও সংবাদ