ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

একি হাল কোহলির


প্রকাশ: ৬ নভেম্বর, ২০২০ ১৪:০৪ অপরাহ্ন


একি হাল কোহলির

স্টাফ রিপোর্টার: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির ৩২তম জন্মদিন বৃহস্পতিবার ৩২ বছরে পা রাখলেন আরসিবি ও ভারত দলের অধিনায়ক।

সুদূর আরব আমিরাতে কোহালির জন্মদিনে তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা উপস্থিত থেকে বিশেষ দিনকে আরও বিশেষে রূপ দিলেন।
 
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ফেসবুক পেজে কোহলির জন্মদিনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।  

সেখানে দেখা গেছে, এবি ডি ভিলিয়ার্স, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিসরা শুভেচ্ছা জানাচ্ছেন কোহালিকে। তার সঙ্গে বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেছেন পেসার মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনিরা।

এ ছাড়া দেখা গেছে, স্ত্রী আনুশকাকে পাশে নিয়ে কেক কেটেছেন কোহলি।  স্ত্রীকে কেক খাইয়েও দেন কোহালি। এ সময় সতীর্থরা অধিনায়কের মুখে কেক মাখিয়ে দেন। কেক মাখা বিরাটের সেই ছবি-ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।


   আরও সংবাদ