ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৭


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২০ ১৪:৫৮ অপরাহ্ন


দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৭

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মহামারী নিয়ে হালনাগাদ তথ্য দিতে শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৭ জন। এ নিয়ে আর মোট শনাক্ত হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৯ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন করে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫১৯ জন। মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৩৮৭ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ২৬ অক্টোবর তা ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 


   আরও সংবাদ