ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

কিংবদন্তি রাজীবের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২০ ২১:৫৮ অপরাহ্ন



কিংবদন্তি রাজীবের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক: বাংলা সিনোমার এক সময়ের দাপটে অভিনেতা কিংবদন্তি রাজীবের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারের কাছে পরাজিত হয়ে  না ফেরার দেশে পাড়ি জমায় রাজীব।

খোঁজ  জানাযায় রাজীবের প্রাণের এফডিসিতে সহকর্মী ও এফডিসি কর্তৃপক্ষ কোন ধরণের আয়োজন করেনি।

পারিবারিকভাবে এ অভিনেতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজীবের স্ত্রী দেবী গাফ্ফার বলেন, ‘এখন দেশে মহামারি চলছে। তারপরও আমরা তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি।

বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু এতিমখানায় খাবারও পাঠানো হয়েছে। আমার স্বামীর বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চাই।’

অভিনেতা রাজীবের পারিবারিক নাম ওয়াসিমুল বারী রাজীব। ভাষা আন্দোলনের বছর ১৯৫২ সালের ১ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পটুয়াখালী জেলার দুমকিতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর।

পেশাজীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। শখ ছিল অভিনয়ে। জড়িয়েছিলেন মঞ্চ নাটকে। চমৎকার উচ্চারণ ও ভরাট কণ্ঠের প্র্যাকটিস তিনি মঞ্চেই করেছেন। মঞ্চ থেকে কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। তবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন চলচ্চিত্রে।


   আরও সংবাদ