ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২০ ১৭:২৯ অপরাহ্ন


ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন লেগেছে। সোমবার বিকাল ৫টার দিকে এ আগুন লাগে। বিষয়টি বিএন নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান।

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বিকাল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিভিন্ন মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হচ্ছে।

 


   আরও সংবাদ