ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

টিউশন ফি ছাড়া অন্য কোন ফি নয়


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২০ ১৫:৩৭ অপরাহ্ন


টিউশন ফি ছাড়া অন্য কোন ফি নয়

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আজ (১৮ নভেম্বর ২০২০) জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাভুক্ত এম.পি.ও.ভুক্ত ও এম.পি.ও বিহীন প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের থেকে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবে (অনলাইন ক্লাস অব্যহত রাখার কারণে)।

এছাড়া অ্যাসাইনমেন্ট, টিফিন, পুন:ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নিতে পারবে না। গত ১৮ মার্চের পর থেকে ইতিমধ্যে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিয়ে থাকলে তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে।

এছাড়া আগামী বছরের শুরুতে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে একই নিয়মে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়মে সব ফি নিতে পারবে।


   আরও সংবাদ