ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ভনের ভবিষ্যদ্বাণী নিয়ে এ কি বললেন ভারতীয় ক্রিকেটার


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২০ ১৬:১৫ অপরাহ্ন


ভনের ভবিষ্যদ্বাণী নিয়ে এ কি বললেন ভারতীয় ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে ভারত তিন ফরম্যাটেই সিরিজ হারবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

শুরুতে ভারতের পারফরম্যান্স যেন ভনের ভবিষ্যদ্বাণীকেই সঠিক বলে প্রমাণ করতে চলেছিল।

তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ায় ভারত। আর এ সুযোগের সদ্ব্যবহার করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।

মাইকেল ভনকে রীতিমতো কটাক্ষ করেছেন জাফর।

সফরের শুরুতে প্রথম দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সিরিজ খোয়া যায় ভারতের। ২-১ এ শেষ হয় সিরিজ।

তবে টি-টোয়েন্টিতে কামব্যাক করে ভারত। ২-১ এ সিরিজ জয় করে কোহলির দল।

সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে চলাকালীন সাবেক ইংলিশ অধিনায়ক ভন টুইট করেছিলেন, ‘আগে থেকেই বলছি– আমার ধারণা অস্ট্রেলিয়া এ সফরে ভারতকে সব ফরম্যাটেই দাপটের সঙ্গে হারাবে।’

ভারত টি-টোয়েন্টি সিরিজ জয় করলে টুইটারে ভনকে জবাব দেন জাফর।

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের গ্যাংস্টার মুভি ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর একটি ছবি পোস্ট করে ভনকে কটাক্ষ করেন জাফর।


গত ২৪ নভেম্বর থেকে সৈয়দপুরে শুরু হওয়া ‘দামাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি।


   আরও সংবাদ