ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

প্রতিষ্ঠার ১৫ বছরেও নির্মাণ হয়নি কুবির মূল ফটক


প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২০ ১৪:০৫ অপরাহ্ন


প্রতিষ্ঠার ১৫ বছরেও নির্মাণ হয়নি কুবির মূল ফটক

কুবি থেকে শাহীন আলম: প্রতিষ্ঠার ১৫ বছর পার করলেও  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মাণ হয়নি মূল ফটক। ধাপে ধাপে প্রশাসন আশ্বাস এবং সম্ভাব্য নকশা প্রদর্শন করলেও এখন পর্যন্ত  দেখা মেলেনি দৃশ্যমান কোন পদক্ষেপ। ফলে, বিভিন্ন সময়ে ফটক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায়। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে দ্রুতই দৃশ্যমান হবে মূল ফটকের কাজ।

জানা যায়, ২০১৯ সালের জুন মাসে মূল ফটকের জন্য একটি দৃষ্টিনন্দন নকশা প্রণয়ন করা হয়। যার সম্ভাব্য ব্যয় ধরা হয় প্রায় ১ কোটি টাকা৷ তবে সেই নকশা প্রণয়নের পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফটক নির্মানের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায় নি।

আবার চলতি বছরের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন উপলক্ষে প্রদর্শিত নকশার অনুকরণে একটি কৃত্রিম ফটক নির্মাণের কথা দেয় প্রশাসন। কিন্তু পরবর্তীতে সময় সল্পতার অজুহাতে সেটি নির্মাণে ব্যর্থ হয় ফটক নির্মাণ কমিটি। পরে কয়েকটি ব্যানার দিয়ে  কৃত্রিম ফটক নির্মাণের চেষ্টা করা হলে শিক্ষার্থীদের  সমালোচনা মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।   

এই নিয়ে শিক্ষার্থীরা কয়েকবার আন্দোলন করলেও তাদের দাবি পূরণ হয়নি।  শিক্ষার্থীদের বক্তব্য, ক্যাম্পাসে মূল ফটক না থাকায় ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থী ও পর্যটকরা দ্বিধায় পড়েন।  অনেকে সামনে এসে খুঁজতে থাকেন ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের সভাপতি নাজমুল ফাহাদ বলেন, যেকোন প্রতিষ্ঠানে গেইট হলো অনেকটা চেহারার মতো। স্বতন্ত্র চেহারা না থাকলে যেমন মানুষ চেনা দায় ঠিক একটি অর্থবহ গেইট না থাকায় আমাদের ক্যাম্পাসেও তেমন। মূল ফটক রূপ সৌন্দর্যের একটা বিশেষ অংশ। প্রায়ই বিভিন্ন দর্শনার্থীকে গেইটে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় টা কোন দিকে? বিষয়টি খুবই বিব্রতকর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ১ম ধাপে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি না দেওয়া এবং অভিজ্ঞ স্থপতি না পাওয়ার কারণে দীর্ঘ সময় লেগে যায়। তবে বর্তমানে শিক্ষামন্ত্রাণালয়কে অনুরোধ করার পর ১৫ দিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি ক্যাম্পাস খোলার আগে কাজ শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ক্যাম্পাস সম্পাসারণে ১৬শ ৫৫ কোটি  টাকার একটি মেগা প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। এর অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ববিদ্যালয় মূল ফটক এবং ক্যাম্পাস সম্পসারণে অধিকতর উন্নয়নের কাজ ।


   আরও সংবাদ