ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

৩৬ রানে অলআউটের লজ্জায় ভারত


প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২০ ১৭:৩২ অপরাহ্ন


৩৬ রানে অলআউটের লজ্জায় ভারত

খেলাধুলা ডেস্ক: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে লজ্জার বাজে রেকর্ড গড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন দলটি ১৯০২ সালে ইংল্যান্ড সফরে গিয়ে বার্মিংহামে ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়ে।

১১৮ বছর পুষে রাখা সেই লজ্জা বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে ফেরত দিল টিম পেইনের অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনেই সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দেয়ার জন্য কোহলিকে ভারত পাঠাল অসিরা। এই টেস্ট শেষেই দেশে ফেরার কথা ছিল কোহলির। সন্তান জন্মের সুসংবাদ পাওয়ার আগে আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হচ্ছে বিরাটকে।

কোহলিরা হয়তো একটু সান্ত্বনা পেতে পারেন! কারণ তারা বলতেই পারেন আমরাই সর্বনিম্ন রানে অলআউট হয়নি! আমাদের চেয়েও বাজে অবস্থা নিউজিল্যান্ডের।

১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাঠেই ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে এটাই দলীয় সর্বনিম্ন স্কোর।

নিউজিল্যান্ডের আগে ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ রানে অলআউটের লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালে ফের অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানের লজ্জায় পড়ে আফ্রিকানরা।

৫০ রানের নিচে এ নিয়ে দুইবার অলআউট হয় ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের লর্ডসে ফলোঅন এড়াতে নেমে ৪২ রানে অলআউট হয় অজিত ওয়াদেকরের দল। ৪৬ বছর পর ভারতকে একই লজ্জা উপহার দিলেন কোহলি।

 


   আরও সংবাদ