ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

গ্রেফতার হলেন সুরেশ রায়না


প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২০ ২২:৫২ অপরাহ্ন


গ্রেফতার হলেন সুরেশ রায়না

খেলাধুলা ডেস্ক: মুম্বাইয়ে নৈশ কারফিউ ভেঙে রাতভর পার্টি করে গ্রেফতার হন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। মুম্বাই ড্রাগনফ্লাই ক্লাব থেকে গ্রেফতার করা হয় তাকে।পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।

মুম্বাইয়ের সেই নাইট ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তালিকায় ছিলেন তিনজন সেলিব্রেটি। রায়নার সঙ্গে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানকেও গ্রেফতার করা হয়। কোভিড প্রটোকল ভাঙার কারণে তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ জানায়, সুরেশ রায়নাসহ আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয় ভারতীয় আইনবিধির ১৮৮ (সরকারি আদেশ অমান্য), ২৬৯ (সবকিছু জানা সত্ত্বেও বেআইনিভাবে এমন কাজ করা, যা নির্দিষ্ট কোনো রোগের সংক্রমণ বিপজ্জনকভাবে ছড়িয়ে দিতে পারে) এবং ৩৪ (সাধারণ অভিপ্রায়কে সামনে রেখে বিভিন্ন ব্যক্তির দ্বারা সম্পাদিত আইন) নম্বর ধারায়।


   আরও সংবাদ