ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

যে কারণে লিভারপুল ছাড়তে পারেন সালাহ


প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২০ ১৯:৪৯ অপরাহ্ন


যে কারণে লিভারপুল ছাড়তে পারেন সালাহ

খেলাধুলা ডেস্ক: লিভারপুল ছাড়তে পারেন মোহাম্মদ সালাহ। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য সালাহর ‘অসুখী’ হওয়ার বড় কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তবে একটি কারণ খুঁজে পেয়েছে, আবহাওয়া ক্লপের বিশ্বাস সালাহ যদি এখন লিভারপুল ছাড়েন, সেটির পুরো দায় ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ার।

ক্লপকে কয়েক দিন ধরেই কথা বলতে হচ্ছে সালাহকে নিয়ে। গত বৃহস্পতিবার তো সাংবাদিকদের বললেন ‘অসুখী’ সালাহ কীভাবে হেসেছেন অনুশীলনে সেটিও। ক্লপকে কথা বলতে হতো কালও। লিভারপুল কোচ বলে দিলেন সালাহকে নিয়ে তিনি কোনো চিন্তা করছেন না, ‘যখন দরকার পড়বে, আমরা সবাই কারণ খুঁজব। কিন্তু এই মুহূর্তে একমাত্র আবহাওয়াটাই কারণ হতে পারে। আর কী কারণই–বা থাকতে পারে?’

সালাহর লিভারপুল ছাড়তে চাওয়ার অন্য কোনো কারণই দেখেন না ক্লপ, ‘এটি (লিভারপুল) বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমরা ভালো টাকাপয়সা দিই। বেতন দেওয়ায় আমরা হয়তো বিশ্বসেরা নই, তবে খুব একটা খারাপও নই। আমাদের অসাধারণ একটি স্টেডিয়াম আছে। আছে দারুণ সমর্থক গোষ্ঠী। সারা বিশ্বেই তো আমাদের সমর্থক আছে।’


   আরও সংবাদ