ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

করোনাকে জয় করলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২০ ২১:৩৯ অপরাহ্ন


করোনাকে জয় করলেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া

স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত জুটি আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন।  

গত ১২ ডিসেম্বর তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। করোনামুক্ত হয়ে ইতিমধ্যে কাজে ফিরেছেন ফারিয়া। শনিবার নারায়ণগঞ্জ ক্লাবে পারফরম করেছেন তিনি।

আরিফিন শুভ জানিয়েছেন, আমার করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছি। গতকাল পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি ভালো আছি। চিকিৎসক পরামর্শে সব টেস্ট করিয়েছি।

শুভ কাজ করছিলেন ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ। অন্যদিকে নুসরাত ফারিয়া ও শিহাব শাহীন ছিলেন ‘যদি কিন্তু তবু’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটিংয়ে।

তারা তিনজনই এ দুটি কাজে আগামী ২ জানুয়ারি শুটিং স্পটে যাবেন।

‘যদি কিন্তু তবু’-এর পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমি ও ফারিয়া এখন করোনামুক্ত। তাই দ্রুতই আমরা শুটিংয়ে ফিরছি। 


   আরও সংবাদ