ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টেও বাবর আজম নেই


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ২১:১৩ অপরাহ্ন


নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টেও বাবর আজম নেই

স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই দলের সঙ্গে আছেন বাবর আজম। কিন্তু একটি ম্যাচও খেলা হল না পাকিস্তান অধিনায়কের। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় রোববার ভোরে ক্রাইস্টচার্চে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকেও ছিটকে পড়েছেন এই তারকা ব্যাটসম্যান।

বাবরকে না পাওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেন পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম। তিনি বলেছেন, বাবর আজমের চোটের উন্নতি আমরা দেখেছি, তবে সে এখনও পুরোপুরি সেরে ওঠেনি। সে আমাদের অধিনায়ক এবং দলের ব্যাটিং লাইন-আপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ঝুঁকি নিতে চাই না আমরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান বাবর। এরপর সীমিত ওভারের সিরিজটি খেলা হয়নি তার। ছিলেন না প্রথম টেস্টেও।

জানুয়ারির শেষদিকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরকে পাওয়ার আশা করছে পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি।


   আরও সংবাদ