প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২১ ১৫:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ডারহামের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জন লুইস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় আসতে পারেন ১৪৬ প্রথম শ্রেণির ম্যাচে প্রায় আট হাজার রান করা লুইস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজকে সামনে রেখে লুইসকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর শ্রীলংকা সফরকে সামনে রেখে শূন্য পদে ব্যাটিং পরামর্শক হিসেবে ক্রেগ ম্যাকমিলানকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে ম্যাকমিলান ব্যাটিং পরামর্শকের দায়িত্ব গ্রহণ করেননি। লংকানদের বিপক্ষে সফর পরে বাতিল হয়ে যায়।