ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির দায়ে আটক আরও ১, সর্বমোট আটক ৯


প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২১ ২২:১৩ অপরাহ্ন


বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির দায়ে আটক আরও ১, সর্বমোট আটক ৯

খাদিজা জাহান, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে কম্পিউটার চুরির ঘটনায় পলাশ শরীফ নামে আরও একজনকে আটক করা হয়েছ

আটকের বিষয়টি নিশ্চিত করে চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজান জানান, আজ (রবিবার) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারিপুরের টেকেরহাটে একটি গাড়ি তল্লাশির মাধ্যমে পলাশ শরিফকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে গোপালগঞ্জ সদর থানায়ল পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞসাবাদ  চলছে।

প্রসঙ্গত, ২০২০ এর ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয় এবং ১৩ আগস্ট রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


   আরও সংবাদ