ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

কারানায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু


প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২১ ১৫:৫১ অপরাহ্ন


কারানায় ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:  মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশে ভ্যাকসিন (টিকা) প্রয়োগ শুরু হয়েছে বুধবার থেকে। এই দিনেই করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আরও ৫২৮ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিনের মতো পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দেশে করোনা পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জনকে নিয়ে এ পর্যন্ত করোনায় মারা গেলেন ৮ হাজার ৭২ জন। এই সময়ে নতুন শনাক্ত ৫২৮ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছে উঠলেন।


   আরও সংবাদ