প্রকাশ: ২ মে, ২০২১ ১১:৪৬ পূর্বাহ্ন
 
            
মোঃ বরাতুজ্জামান স্পন্দনঃ
করোনা মহামারীতে যখন মানবজীবন বিপন্ন তখনই সাইকেল রাইডিং করে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার এবং সুবিধাবঞ্চিতদের ইফতার বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ কর্মীরা।
রোববার (২ মে) বাংলাদেশ ছাত্রলীগের রমজানব্যাপী সেহরী ও ইফতার বিতরন কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ কর্মী আশিক, ধ্রুব, নাদিম, সদ্দাম, মেহেদী, ফিজা, দূর্জয় শাহেদ, ফিদা, নাজমুল ও সেতু।
সংশ্লিষ্টরা জানান, অসহায় দরিদ্র মানুষের মুখে একটু খাবার তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নগরীর ৮টি ওয়ার্ডে সাইকেল রাইডিং এর মাধ্যমে ২০০ জন দুস্থ মানুষকে ইফতার, হ্যান্ড সেনিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য এবং ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করার জন্য সচেতন করা হয়।