ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২, ২৪ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জবিতে ছাত্রীসংস্থার উদ্যেগে এক হাজার ফ্রী হিজাব বিতরণ


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৫ ০৮:০৪ পূর্বাহ্ন


জবিতে ছাত্রীসংস্থার উদ্যেগে এক হাজার ফ্রী হিজাব বিতরণ

জবি প্রতিনিধি: 'মডেস্ট গ্লো মিশন’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা আয়োজন করেছে দুই দিনব্যাপী ফ্রি হিজাব বিতরণ কর্মসূচি।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় শুরু হওয়া এই কর্মসূচি বুধবার বিকেল ৫টায় শেষ হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১০ নভেম্বর সকাল থেকে ১১ নভেম্বর সকাল পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন নেওয়া হয়। মাত্র ২৪ ঘণ্টায় রেজিস্ট্রেশন করেন ১,০১৫ জন নারী শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগই কর্মসূচির প্রথম দিন হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনও সংগ্রহ করতে পারেননি, তাদের কাছেও হিজাব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

হিজাব সংগ্রহ করা সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া আফরোজ বলেন, 'আমার মনে হয়েছে, এই কর্মসূচি শুধু হিজাব বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটা এক ধরনের অনুপ্রেরণা। এখানে আমরা জানতে পারছি হিজাব কেবল ধর্মীয় প্রতীক নয়, এটি আত্মসম্মান ও সুরক্ষার প্রতীকও। সবচেয়ে ভালো লেগেছে, সবাইকে সম্মানের সঙ্গে অংশ নিতে উৎসাহ দেওয়া হয়েছে। এমন আয়োজন নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।'

জবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, 'যেসব আপুরা পর্দা করেন এবং যারা এখনও করেন না, উভয়েই আমাদের কাছ থেকে হিজাব নিয়েছেন। আমরা বলতে চাই, হিজাব কোনো অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষার প্রতীক। নারী শিক্ষার্থীদের মধ্যে হিজাব নিয়ে যে নেতিবাচক ধারণা আছে, তা দূর করতেই আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা দারুণ সাড়া পেয়েছি।


   আরও সংবাদ