ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ইবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু


প্রকাশ: ৬ মে, ২০২১ ০৭:১৬ পূর্বাহ্ন


ইবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু


শাহীন আলম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও ইবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

বুধবার (৫ মে) রাষ্টপ‌তি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু সহ মোট সাত  জনকে আগামী দুই বছরেরর জন্য ইবির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন-২০১০) এর ১৯ (১) ধারা অনুযায়ী তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন দুই জন গ্রাজুয়েটসকে  সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। ১৯৯০ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে স্নাতকোত্তর সম্পন্ন করলেও গত ৩১ বছর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এই অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

উল্লেখ, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ইবি অ্যালামনাই এসোসিয়েশন ও ইবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বেসরকারি শিক্ষক কর্মচারীদের সবচেয়ে মর্যাদাপুর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ  ট্রাস্টের সচিব হিসাবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।


   আরও সংবাদ