ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ইবিতে নতুন সাত সিন্ডিকেট সদস্য নিয়োগ


প্রকাশ: ৬ মে, ২০২১ ০৯:১৫ পূর্বাহ্ন


ইবিতে নতুন সাত সিন্ডিকেট সদস্য নিয়োগ

শাহীন আলম, প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী দুই বছরের জন্য নতুন সাতজন সিন্ডিকেট সদস্যকে নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (৫ মে) রাষ্টপ‌তি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমােদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশােধিত আইন,২০১০) এর ১৯ (১) (ঘ), ১৯ (১) (ঙ), ১৯ (১) (চ), ১৯ (১) (ঝ) এবং ১৯ (২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীতরা হলেন- ১৯ (১) (ঘ) ধারা অনুসারে পাবনা আলিয়া মাদ্রাসার অধক্ষ্য মোঃ আনছারুল্লাহ এবং বাগেরহাটের দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন।

১৯ (১) (ঙ) ধারা অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

১৯ (১) (চ) ধারা অনুসারে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মিথিলা তানজীল।

এছাড়াও ১৯ (১) (ঝ) ধারা অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও ইবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এবং ঢাকার লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হােসেন।


   আরও সংবাদ