ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

করোনায় বিপর্যস্ত ভারত, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

কোভিড- ১৯

প্রকাশ: ৬ মে, ২০২১ ১০:৩২ পূর্বাহ্ন


করোনায় বিপর্যস্ত ভারত, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ছোবলে বিপর্যস্ত গোটা ভারত।দেশটিতে ভেঙ্গে গেছে স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ।এরই মধ্যে দেশটিতে নতুন ঢেউ অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানী। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন বুধবার এই সতর্কবার্তা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনাভাইরাস উচ্চমাত্রায় ছড়িয়ে পড়ার কারণে ‘ফেইজ থ্রি’ বা তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। কোন সময়সীমার মধ্যে এটা ঘটবে তা স্পষ্ট নয়।তবে নতুন ঢেউয়ের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত।

গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে আরও ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৫ জন। মৃত্যু ও শনাক্তের হিসাবে এখন পর্যন্ত এ সংখ্যা সর্বোচ্চ।

ভারতে সবমিলিয়ে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৭০ জনে। আর মৃত্যু পৌঁছেছে দুই লাখ ২৯ হাজার ৫৭৩ জনে।

মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের, উত্তরপ্রদেশে ৫৭৩ জনের আর কর্নাটকে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে ৫৭ হাজার ৬৪০ জনের।


   আরও সংবাদ