ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ভিডিও কন্টেন্ট তৈরীতে বিজয়ী গবির রোমন


প্রকাশ: ৭ মে, ২০২১ ০২:২৬ পূর্বাহ্ন


ভিডিও কন্টেন্ট তৈরীতে বিজয়ী গবির রোমন


মোঃ বরাতুজ্জামান স্পন্দন, গবি প্রতিনিধি: 

বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২১ উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় ভিডিও কন্টেন্ট তৈরীতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের রেহান ইসলাম রোমন বিজয়ী হয়েছেন। ভেটেরিনারিয়ানদের বেসরকারি সংগঠন ‘দি ভেট এক্সিকিউটিভ’ এ আয়োজন করে।

শুক্রবার (৭ মে) রোমন নিজেই বিষয়টি জানান। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. সাইফুল বাসার ফেসবুক লাইভে এসে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৫ জন বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন। 

মোট ৮০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৪ জন ভিডিও কন্টেন্ট এবং বাকিরা পোস্টারসহ অন্যান্য প্রেজেন্টেশনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পোস্টার ক্যাটাগরিতে ৮ জন, ভিডিও ক্যাটাগরিতে ৬ জন, পাওয়ার পয়েন্ট ক্যাটাগরিতে ১ জন বিজয়ী হয়েছেন। 

পূর্বের ঘোষণানুযায়ী প্রতিযোগিতায় ১০ জন বিজয়ী নির্বাচনের কথা থাকলেও বিচারক প্যানেল শেষ পর্যন্ত ১৫ জনকে বিজয়ী ঘোষণা করেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিভিএ (বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন) ভবনে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেয়া হবে।


   আরও সংবাদ