প্রকাশ: ২০ মে, ২০২১ ১১:১১ পূর্বাহ্ন
 
            
র্যাব -১০ এর মাদক বিরোধী অভিযানে ৮২ পিস ইয়াবা ও ১২ লিটার দেশী মদ সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব -১০, cpc 3, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, পিপিএম এর নেতৃত্বে আভিযানিক দল ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানার পূর্ব ইসলামবাগ এবং কামরাঙ্গীরচর থানার নিজামবাগ দুটি ভিন্ন এলাকায় ১৯ মে ২০২১ তারিখে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ী ১ মোঃ রহিত হোসেন আল আমিন (২২) কে ৮২ পিস ইয়াবা, ১ মোবাইল ফোন এবং অপর দেশী মদ ব্যবসায়ী ২। মোঃ শাহিন (৫২)কে ১২ লিটার দেশী মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামিদের কে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা পেশাদার ও অভ্যাসগত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কৌশল ব্যবহার করে রাজধানী ঢাকার চকবাজার মডেল এবং কামরাঙ্গীরচর থানা সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা এবং দেশি মদের ব্যবসা চালিয়ে আসছে।
অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে RAB-10 এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলায় চকবাজার মডেল এবং কামরাঙ্গীরচর থানায় পৃথকভাবে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।