প্রকাশ: ২২ মে, ২০২১ ১০:৫৪ পূর্বাহ্ন
 
            
জবি প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানানো হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। একই সঙ্গে সাংবাদিক রােজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার অবিলম্বে শর্তহীন মুক্তি ও আইনগত সুরক্ষা দেওয়ার দাবি জানায়।
বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য মাহির আমির, সাংবাদিকেরা জাতির দর্পন। সাংবাদিকেরা আলো ছড়িয়ে দেয়। তাঁরা যদি কারাগারে বন্ধি থাকে, জাতি তো অন্ধকারেই থাকবে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।