ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা, ভৈরব বাসস্ট্যান্ডে প্রতীকী ক্লাস


প্রকাশ: ২৪ মে, ২০২১ ০২:৫১ পূর্বাহ্ন


শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা, ভৈরব বাসস্ট্যান্ডে প্রতীকী ক্লাস

 

মোঃ বরাতুজ্জামান স্পন্দন:

শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি না বাড়িয়ে হল ও সকল একাডেমিক কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন ও প্রতীকী ক্লাস করেছে কিশোরগঞ্জের ভৈরবস্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মার্চ) সকালে ভৈরবের দুর্জয় মোড়ে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এই অরাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করে। 

শিক্ষার্থীদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের সবকিছু চালু থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো যৌক্তিকতা নেই। যদি বাস, ট্রেন, পর্যটন কেন্দ্র ও শপিংমলের মতো জায়গাগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখতে পারে তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো কারণ নেই। শিক্ষক-শিক্ষার্থীরাও বেশ ভালোভাবেই স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব মানতে পারবে।

প্রায় ১৪ মাসের বিশাল সময়ে দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া  শিক্ষার্থীরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে ও মানসিক অবসাদে ভুগছে বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের।

প্রসঙ্গত, গত বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দিয়ে তা কয়েকদফা বাড়িয়ে প্রায় ১৪ মাস যাবৎ বন্ধই আছে। যদিও প্রশ্নবিদ্ধ অবস্থায় চলমান রয়েছে অনলাইন ক্লাস।


   আরও সংবাদ