ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

জাতির পিতার সমাধিসৌধে ইবি কোষাধ্যক্ষের শ্রদ্ধাঞ্জলি


প্রকাশ: ২৭ মে, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ন


জাতির পিতার সমাধিসৌধে ইবি কোষাধ্যক্ষের শ্রদ্ধাঞ্জলি


শাহীন আলম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান,  প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন।

এছাড়াও ছিলেন কর্মকর্তা সমিতির সভাপতি  মোঃ শামছুল ইসলাম জোহা, অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন খান, সদস্য-সচিব মোঃ আব্দুল হান্নান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ  আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল  কর্মচারী সমিতির সভাপতি মোঃ মোফাজ্জেল হেসেন লাল, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি নার্গিস আক্তার, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ইবিতে কর্মরত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


   আরও সংবাদ