ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে


প্রকাশ: ৪ জুন, ২০২১ ০৯:৫৯ পূর্বাহ্ন


আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

তেজগাঁও, কারওয়ান বাজারসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও রেল ক্রসিং থেকে সোনারগাঁ হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ চলবে। এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জরুরি কাজের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হচ্ছে। এ জন্য রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিষ্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশে, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও তিতাস কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।


   আরও সংবাদ