ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

নোবিপ্রবিসাসের নতুন উপদেষ্টা ডঃ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর


প্রকাশ: ১৪ জুন, ২০২১ ১২:৫৮ অপরাহ্ন


নোবিপ্রবিসাসের নতুন উপদেষ্টা ডঃ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাসের) নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

রবিবার (১৩ জুন) রাত ৮ টায় অনলাইন জুম প্লাটফর্মে সাংবাদিক সমিতির এক সাধারণ সভায় তিনি এ দায়িত্ব নেন।

এ সময় আনুষ্ঠানিকভাবে সাবেক উপদেষ্টা ফিশারিজ এন্ড ম্যারিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন নতুন উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন পাঠানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. মোহাম্মদ দিদার-উল-আলম। তিনি এই সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন, সদ্য বিদায়ী উপদেষ্টাকে সুন্দরভাবে দায়িত্বপালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যথাযথ ভাবে দায়িত্ব পালনের জন্য শুভ কামনা জানান।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাকালীন আহবায়ক নুরুল করিম, সাবেক সভাপতি নাজমুস সাকিব সাদী, সহ সভাপতি হিমেল শাহরিয়ার, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আব্দুল কবীর ফারহানসহ সমিতির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।


   আরও সংবাদ