ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

পুলিশের এসআই হলেন ঢাকা কলেজের ৯০ শিক্ষার্থী


প্রকাশ: ১৫ জুন, ২০২১ ০৬:১৬ পূর্বাহ্ন


পুলিশের এসআই হলেন ঢাকা কলেজের ৯০ শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের ৯০ শিক্ষার্থী। ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রাজ্জাক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. ওমরছানী নাঈম ৷

সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সদ্য নিয়োগ পাওয়া এসব কর্মকর্তারা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করে। এবারে ট্রেনিং প্রাপ্ত হয় মোট ১২৩১ জন শিক্ষার্থী। গতকাল আনুষ্ঠিতভাবে এক বছরের প্রশিক্ষণ শেষ হয়েছে ৷ 

রাজশাহীর সারদায় এসআইদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আইজিপি-ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজিগণ, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকগণ এবং আমন্ত্রিত অতিথিগণ ‌উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ