প্রকাশ: ১৭ জুন, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন
আজ বৃহস্পতিবার (১৭ জুন) র্যাব-৩’এর সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ী চক্রের সদস্য পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের চালান যাত্রাবাড়ী হয়ে সায়েদাবাদ অভিমুখে বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩’র আভিযানিক দল গোলাপবাগস্থ ভুতের বাড়ী রেষ্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।