প্রকাশ: ২৫ জুন, ২০২১ ০২:২৫ পূর্বাহ্ন
 
            
মোঃ বরাতুজ্জামান স্পন্দন, গবি প্রতিনিধি:
শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে অব্যাহতি দেয়া হয়৷
এতে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ট্রাস্টি বোর্ডের সভায় তাকে বিভাগের নানা অনিয়মের জন্য দুঃখ প্রকাশ এবং 'আলো ভূবন ও SCMPCR' এর সকল কার্যক্রম থেকে বেরিয়ে আসার শর্তে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য শেষ সুযোগ দেওয়া হয়।
কিন্তু ড. অনুপমা কাজে যোগদান না করে গত ২০ জুন তার বিভাগ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চান, যা কর্তৃপক্ষের নিকট যথাযথ ও গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে তদন্ত কমিটির সুপারিশ ও ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগের অধ্যাপকের পদ হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
প্রসঙ্গত, ড. অনুপমা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং ভৌত ও গাণিতিক বিজ্ঞান (পূর্বের নাম) অনুষদের সাবেক ডিন হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
এছাড়া DAAD ও SCMPCR প্রকল্পের বিষয়ে ব্যাংকের হিসাব-নিকাশের সাথে সংশ্লিষ্ট উক্ত বিভাগের খণ্ডকালীন শিক্ষক ফারজানা ফেরদৌসকেও চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কার্যে অসহযোগিতার অভিযোগ তাকে অব্যাহতি দেয়া হয় বলে পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়।