প্রকাশ: ৭ জুলাই, ২০২১ ০২:৩৯ পূর্বাহ্ন
 
            
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি)
অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃআমিনুর রহমান তার নিজ এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি কর্তৃক হামলার শিকার হয়েছেন। মোঃআমিনুর রহমান খুলনা জেলার রুপসা থানার মোছাব্বারপুর গ্রামের বাসিন্দা। 
তার পরিবার সূত্রে জানা যায়,গত ৩জুলাই ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্বের শত্রুতা জেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যাক্তিবর্গ ওই শিক্ষার্থীকে মারধর করে তার মাথায় রক্তাক্ত করে ফেলে এবং একপর্যায়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,‘‘গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে রিপন নামাক এক ব্যক্তি অন্য আরেকজনকে গালিগালাজ করে।তারপর আমি রিপনকে গালিগালাজ নিষেধ করতে বললে আমার উপর রিপনসহ স্থানীয় নাজমুল হাসান রাজু, আল-মাহমুদ, আলামিন হামলা করে বসে। এতে আমাকে অনেক মারধর করে এবং এক পর্যায়ে আমার মাথা ফেটে যায়।’’
ঐ শিক্ষার্থী আরো বলেন,‘‘এর আগেও একবার ওরা আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছিলো। আমার পরিবার খুবই নিরীহ যার ফলে ওদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করতে পারি নাই।আর এখনো ওরা আমাকে হুমকি দিচ্ছে আমি খুবই আতংকে আছি।’’
এ বিষয়ে মোছাব্বারপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মেম্বার শামসুল হক লালা বলেন,আমি এই বিষয়টা নিয়ে স্থানীয় কয়েকজন ব্যাক্তিবর্গরের সাথে আলোচনা করছি।এবং ওই শিক্ষার্থীর আম্মুর সাথে কথা বলছি।আমি তাদেরকে বলছি এবিষয়ে রুপসা থানায় যোগাযোগ করার জন্য।
এবিষয়ে রুপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন,‘‘ভুক্তভোগী এখনো থানায় আসেনি।তিনি থানায় এসে যোগাযোগ করলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।’’