প্রকাশ: ২৬ জুলাই, ২০২১ ০৯:০৮ পূর্বাহ্ন
গণ বিশ্ববিদ্যালয় থেকে স্পন্দন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নজিবুর রহমানের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ শোক ও দু:খ প্রকাশ করেছে।
সোমবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ওই বিভাগের প্রধান ড. ফুয়াদ হোসেন জানান, অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অকাল প্রয়াণে দেশ এবং বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষতি হলো। শিক্ষা এবং অনুজীব গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমের পরিবারকে এই শোক সইবার তওফিক দিন।
জাবির অধ্যাপক ড. নজিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৬ জুলাই) বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ছাত্র ছিলেন এবং জাবির বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।