প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ন
 
            
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে প্রক্টর দপ্তরে নিযুক্ত করা হয়েছে। তারা হলেন- ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক তিন অফিস আদেশের মাধ্যমে তিনজনের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে তাদেরকে নিযুক্ত করা হয়।
এ আদেশ প্রত্যেকের ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক সবাই দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলেও জানানো হয়।