প্রকাশ: ১১ অক্টোবর, ২০২১ ০৩:৫৭ পূর্বাহ্ন
জাবি থেকে রোস্তম আলী : করোনা মহামারির কারণে প্রায় ১৯ মাস হল বন্ধ থাকার পর আজ খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।
আজ সোমবার সকাল ১১ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল প্রশাসন ও ছাত্রলীগের উদ্যোগে বিশেষ আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
হল প্রশাসন শিক্ষার্থীদের গোলপফুল, মাক্স হ্যান্ড স্যানিটাইজার ও নাস্তা দিয়ে বরণ করে নেয়।এসময় ছাত্রলীগের পক্ষ থেকে রজনীগন্ধ্যা, কলম ও চকোলেট দেওয়া হয়।
শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করে। এ সময় হলের প্রভোস্ট সহ হলের হাউজ টিউটর, র্কমর্কতা ও র্কমচারীরা উপস্থিত ছিলেন। কামালউদ্দিন হল ছাত্রলীগের র্কমীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ও গবেষণাগারে একই সাথে টীকাদান র্কমসুচি চলে।