প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২১ ১০:০১ পূর্বাহ্ন
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে সব সময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত জঙ্গি, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানবপাচারকারী, প্রতারক, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, দীর্ঘদিন যাবৎ ঢাকা ময়মনসিংহ রুটের একটি পরিবহনের ড্রাইভারের সহকারী মোঃ কাইয়ুম মিয়া (৩৫) অস্ত্র ব্যবসার সাথে জড়িত। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং অস্ত্র ব্যবসায়ী মোঃ কাইয়ুম মিয়া (৩৫) সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে।
ঘটনার সত্যতা যাচাই করতঃ উক্ত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার উদ্দেশ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল অদ্য ৩১/১০/২০২১ তারিখ সকালে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ কাইয়ুম মিয়া (৩৫), পিতা-হান্নান মিয়া, সাং-নুরজাহানপুর, পোস্ট-বরিকান্দি, থানা-নবীনগর, জেলা-বিবাড়িয়াকে ০৪ টি ওয়ান শুটার গানসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সে গাড়ীর ড্রাইভারের সহকারী পেশার আড়ালে অর্থ উপাজর্নের উদ্দেশ্যে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের সাথে গোপনে অস্ত্র ব্যবসা করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন।