ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩২, ৯ জ্বমাদিউল আউয়াল ১৪৪৭

ভাটারায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ন


ভাটারায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা এলাকার সাইদনগর পানির পাম্পের সঙ্গে গড়ে ওঠা ঝুপড়ি ঘরে আগুন লেগে রাবেয়া আকতার মিম (১২) এক প্রতিবন্ধী শিশু মারা গেছে।

আজ শনিবার রাত ৮টায় ওই ঝুপড়িতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। 

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পরে ওই শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিহত শিশুর বাবার নাম আবদুল মান্নান আর মা হ্যাপি আকতার। ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার বাসিন্দা তারা। 

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, রাবেয়া নামের একটি শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। আগুনে পুড়ে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, পরে বিস্তারিত জানান হবে। 
 


   আরও সংবাদ